বিদ্যালয়ে ইউনিফর্ম পরে না আসায় শিক্ষার্থীকে থাপ্পড়ের ঘটনায় জাজিরার ৪৫নং মিরাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব একটি বার্তা পাঠান। স্বাক্ষরিত সেই বার্তায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
শরীয়তপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জাজিরা উপজেলার ৪৫নং মিরাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন গত (১১ নভেম্বর) ক্লাস নেওয়ার জন্য প্রথম শ্রেণির কক্ষে যান। এসময় ইউনিফর্ম পরে না আসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী হুমায়ন কবিরকে থাপ্পড় মারেন তিনি। এতে কবির ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়।
প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে এলেও পরে শিশুটি আরও অসুস্থ হয়ে যায়। পরে ওইদিনই সন্ধ্যায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরের দিন রোববার সকালে কবিরের বাবা কুদ্দুস মোল্যা বাদী হয়ে জাজিরা থানায় মামলা করেন।
১৩ নভেম্বর জাজিরা উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে প্রধান শিক্ষক মো. দেলোয়র হোসেন দোষী প্রমাণ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com