রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ আরও তীব্র করার হুমকি দিয়েছেন। শুক্রবার উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভাষণ দেওয়ার পর তিনি এ হুমকি দিয়েছেন।
ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে রুশ সেনাদের ভেতরে ঠেলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন জবাবে মুচকি হাসি দেন।
পরে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। এ ব্যাপারে রাশিয়ার লক্ষ্য আগের মতোই আছে।
মুচকি হেসে পুতিন বলেন, ‘কিয়েভ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পাল্টা হামলা শুরু করেছে। ঠিক আছে, দেখা যাক, তারা কতটা অগ্রগতি অর্জন করে, কীভাবে এটা শেষ হয়।’
এক সপ্তাহ আগে ইউক্রেনের উত্তর-পশ্চিমের খারকিভ অঞ্চলের বেশ কিছু এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে কিয়েভের সেনারা। ওই ঘটনার পর পুতিন কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী পুরোপুরি নিশ্চুপ ছিলেন।
চলতি সপ্তাহে ইউক্রেনের বেশ কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া, যেগুলোর মধ্যে একটি বাঁধ এবং বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
ইউক্রেনের আরও স্পর্শকাতর স্থানে হামলার হুমকি দিয়ে পুতিন বলেছেন, ‘সম্প্রতি, রাশিয়ার সশস্ত্র বাহিনী কয়েকটি স্পর্শকাতার হামলা করেছে। ধরে নেওয়া যাক এগুলি সতর্কবার্তা। পরিস্থিতি যদি এমন থাকে, তাহলে প্রতিক্রিয়া আরও গুরুতর হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com