ইউক্রেনে নতুন করে হামলা চালাতে চান না পুতিন

:
: ২ years ago

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার প্রয়োজন নেই এবং রাশিয়া দেশটিকে ধ্বংস করতে চাচ্ছে না। শুক্রবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনের শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

পুতিন জানিয়েছেন, রাশিয়ার রিজার্ভ সেনাদের তলব করা দুই সপ্তাহের মধ্যে শেষ হবে এবং যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

 

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, মস্কো বরাবরই কিয়েভের সঙ্গে আলোচনায় ইচ্ছুক ছিল। তবে ইউক্রেন যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদের আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হবে।

পুতিন এমন সময় এ মন্তব্য করলেন যখন আট মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলায় পিছু হটতে শুরু করেছে রুশ বাহিনী। অবশ্য পুতিন হুমকি দিয়েছেন যে, রাশিয়ার দখলকৃত অঞ্চলে কোনো হামলা হলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে মস্কো।