ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।
ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে কয়েকশ বিশিষ্ট ব্যক্তির সামনে এক বক্তৃতায় তিনি বলেছেন, ‘এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’
ইউক্রেনের কাছ থেকে দখল করা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়িা ও খেরসনকে রুশ ভূখণ্ডভুক্ত করতে গত সপ্তাহে মস্কোপন্থিরা গণভোটের আয়োজন করেছিল। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সরকার এই ভোটগুলোকে জাল, অবৈধ এবং অস্ত্রের মুখে পরিচালিত বলে দাবি করেছে।
শুক্রবার চার অঞ্চলকে সংযুক্তকরণ অনুষ্ঠানে বারবার করতালিতে বাধাপ্রাপ্ত বক্তৃতায় পুতিন ঘোষণা করেন, রাশিয়ার চারটি নতুন অঞ্চল হলো। তিনি ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
অবশ্য কিয়েভ রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছে। কিয়েভ জানিয়েছে, চার অঞ্চলকে সংযুক্ত করার রাশিয়ার সিদ্ধান্ত আলোচনার সম্ভাবনাকে ধ্বংস করেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com