ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে রাশিয়ার হামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানিয়েছেন, শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজনের মৃত্যু হয়েছে।

 

রাশিয়া ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর দুই দিন পর এই হামলার ঘটনা ঘটল।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেনীয়রা যাতে ‘অন্ধকারে নববর্ষ উদযাপন করে’ সেজন্য রাশিয়া আরও হামলা চালাতে পারে।

শনিবার মধ্যাহ্নভোজের সময় বিমান হামলার সাইরেন বেজে উঠলে কিয়েভের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। বিস্ফোরণ কবলিত তিনটি জেলায় জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।