রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভাঙার চেষ্টা করছে না।
অস্ট্রিয়া সফরের প্রাক্কালে পুতিন এ মন্তব্য করেন বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
গত প্রায় এক বছরের মধ্যে এই প্রথম পশ্চিম ইউরোপের কোনো দেশ সফরে যাচ্ছেন পুতিন।
অস্ট্রিয়ার ওআরএফ স্টেশনকে পুতিন বলেন, তিনি একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়ন চান।
পুতিন ইইউকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে বর্ণনা করেন।
রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের সঙ্গে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টির যোগসূত্র নিয়ে যে খবর রয়েছে, তা উড়িয়ে দিয়েছেন পুতিন।
পুতিন তাঁর সফরকালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন ও চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজের সঙ্গে বৈঠক করবেন। তিনি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মিলিত হবেন।
পুতিন বলেন, ইইউর সমস্যা রাশিয়ারও সমস্যা। ইইউর সঙ্গে রাশিয়ার সহযোগিতা বিনির্মাণ দরকার। ইইউকে বিভক্ত করার কোনো উদ্দেশ্য মস্কোর নেই।
২০১৪ সালে ক্রিমিয়া দখল ও পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করে ইইউ। পুতিনের অস্ট্রিয়া সফরে এ বিষয়টি আলোচনায় আসতে পারে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com