এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল মাঠে নামবে বাংলাদেশের তৈরি জার্সি গায়ে দিয়ে। এই দলটি অফিসিয়াল জার্সি এযাবৎকালের সবচেয়ে দামি। আর এই জার্সি তৈরি হয়েছে বাংলাদেশে সাভারের ইপিজেড এলাকার একটি কারখানায়। বিশ্বখ্যাত স্পোর্টস ব্যান্ড নাইকি বাংলাদেশ থেকে জার্সিগুলো তৈরি করে নিয়েছে। জাতীয় দলের প্রয়োজন মিটিয়ে বাকি সব জার্সি বিশ্ব বাজারে বিক্রি করবে নাইকি। একেকটি জার্সি বিক্রি হবে ১৬০ ইউরো বা ১৫,৬২১ টাকায়। সাভারের ওই গার্মেন্টস কারখানায় মূলত নারী শ্রমিক দিয়ে কাজ করানো হয়। প্রতি সপ্তাহে তাদের ৬০ ঘন্টা করে শ্রম দিতে হয়। ২০১৬ সালে ইংলিশ ফুটবল ফেডারেশনের সাথে ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি করে নাইকি।
টেলিগ্রাফের এই প্রতিবেদনে লেখা হয়, নাইকি নামমাত্র মূল্যে জার্সি বানিয়ে চড়া দামে বিক্রি করে বিশাল লাভ করছে। যারা এই জার্সি বানাচ্ছেন সেসব শ্রমিকদের যে পারিশ্রমিক দেয়া হয় তা দিয়ে তাদের মৌলিক চাহিদাই পূরণ করা সম্ভব না।
ইংল্যান্ডের রাজনৈতিক দল লেবার পার্টির একজন এমপি জো স্টিভেনসেন্স, যিনি আবার পার্লামেন্টের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্টস কমিটির সদস্য, এই ঘটনায় তদন্ত আহবান করে বলেছেন, ‘বিশ্বকাপ সংশ্লিষ্ট সকল বিষয় যার মধ্যে খেলার সরঞ্জাম, যা নিয়ে আমাদের দেশ হিসেবে গর্ব করার কথা, এসব বিষয়ে খেয়াল করা এফএ’র দায়িত্ব। এটা নিয়ে গর্ব করাই অসম্ভব হয়ে পড়বে যদি জানা যায় যে, এগুলো যারা তৈরি করছে তারা শোষণের শিকার হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com