নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে ধারণা চিকিৎসদের।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে ময়না তদন্ত শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক চিকিৎসক ডা. মফিজ উদ্দিন প্রধান।
ডা. মফিজ উদ্দিন প্রধান বলেন, বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার পেছন দিকে বেশি আঘাত। এছাড়া বুকের দুপাশেও আঘাতের চিহ্ন আছে। সাধারণ সমান্তরাল কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। মরদেহে যেসব আঘাত রয়েছে তাতে বোঝা যায়, তাকে হত্যা করা হয়েছে। আমরা ধারণা করছি।
এর আগে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে তার বোন শাশ্বতী বিপ্লব পুলিশের কাছে তার পরিচয় নিশ্চিত করেছেন।