মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তার (৪২) ও তার পরকীয়া প্রেমিক সাইদুর রহমানকে (২৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সাল আল-মামুন।
এর আগে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকার মিরপুর-২ এলাকার মিলির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পৃথক স্থান থেকে মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও গ্রেফতার করা হয়। পরে মিলি ও জাহিদকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। গ্রেফতার সাইদুর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ।
পুলিশ জানায়, ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন ইলিয়াস।
এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন বলেন, মিলিকে ঢাকার মিরপুর-২-এর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে সাইদুর মিলির সঙ্গে দেখা করতে আসেন। তখন জিজ্ঞাসাবাদ করতে সাইদুরকেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলির সঙ্গে সাইদুরের প্রেমের সম্পর্কের কথা জানা গেছে। দুইজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ইলিয়াসকে শিল দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়। শুক্রবার মিলি ও তার প্রেমিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com