আড়াই বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন মুমিনুল!

লেখক:
প্রকাশ: ৭ years ago

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রথমে নাসির ও নতুন মুখ সাইফ উদ্দিনকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু রাতে সেটা পরিবর্তন হয়ে ১৬ তে পরিণত হয়।

১৬ নম্বর খেলোয়াড় হিসিবে দলে অন্তর্ভুক্ত করা হয় মুমিনুলকে।

টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। আর সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ রান করেছিলেন তিনি। এরপর ২ বছর ৭ মাস ওয়ানডে দলের বাইরে ছিলেন তিনি।

এদিকে, টেস্টে ৫০ এর কাছাকাছি ব্যাটিং গড় থাকা মুমিনুল ওয়ানডে ক্রিকেটে সেভাবে উজ্জ্বল নন।   ২৬ ওয়ানডেতে মোট রান করেছেন ৫৪৩। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ২৩.৬০। ৩টি হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। অবশেষে আবারও দলে জায়গা পেলেন তিনি। আর এরই মাধ্যমে নিজেকে প্রমাণ করার সময় এসেছে তার।

বাংলাদেশের ১৬ সদস্যের ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, মুমিনুল হক।