ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে অসুস্থ হয়ে তানজিল আল আসাদ (৪৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।
তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপ-পরিদর্শক আসাদ ওয়ারেন্টের আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যায়। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা পুলিশ শোকাহত। আসাদের গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম নুরুল হক প্রধান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com