আসছে সানি লিওনের বায়োপিক

লেখক:
প্রকাশ: ৬ years ago
সানি লিওন

বলিউডে এখন ব্যস্ত সময় পার করছেন সাবেক পর্নো তারকা সানি লিওন। কিন্তু করেনজিত থেকে কীভাবে তিনি সানি লিওন হয়ে উঠলেন; সে তথ্য অনেকেরই অজানা।

এবার সেই তথ্য তুলে ধরা হবে পর্দায়। আসছে সানি লিওনের বায়োপিক।

সানি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন সেকথা। তিনি লিখেছেন, কেন আমি কানাডা ত্যাগ করেছিলাম?  কেন আমার নাম সানি রেখেছিলাম? সবই জানা যাবে। খুঁজুন আমার মতো আরও সানির গল্প, দেখুন ‘করেনজিত টু সানি’। আমার বায়োপিক। শিগগিরই আসছে।

এবিপি আনন্দের খবর, সানির বায়োপিক দেখানো হবে ওয়েব সিরিজ হিসেবে।

কানাডায় জন্ম নেওয়া করেনজিত কউর ভোহরা জিসম-২ এর মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। আবেদনময়ী থ্রিলার চরিত্র দিয়ে অভিনয়ে আসা ৩৪ বছর বয়সী সানি এরই মধ্যে বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সারা জাগিয়েছেন। পর্দায় তার খোলামেলা উপস্থিতি নিয়ে আলোচনাও হচ্ছে।

পর্দায় রগরগে দৃশ্যে অভিনয় করলেও বছর দুয়েক আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দাবি করেন, তিনি আসলে অনেক লাজুক!