আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে বরিশাল জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৪ years ago

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায়, আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের সম্মেলন কক্ষে। আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে বরিশাল জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। কর্মশালায় সমন্বয়ক ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়। এসময় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনার সেনানিবাসের কর্মরত মেজর হাসিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার ভুমি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।