আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার নগরীর আমতলা পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব এস এম রুহুল আমিন।
সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার সদর হাবিবুর রহমান,উপ পুলিশ কমিশনার দক্ষিন গোলাম রউফ খান,উপ পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জাহাঙ্গির মল্লিক সহ বিএমপির সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ,এবং বরিশাল মহানগর এলাকার পবিত্র আশুরা কমিটির প্রতিনিধিবিৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্তনুযায়ী আয়োজক কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন পূর্বক তাদের আইডি কার্ড সরবরাহ করতে হবে পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। এছাড়া আয়োজক কমিটি নিজেদের সাথে আলোচনা করে তাজিয়া মিছিলের সময় ও রুট নির্ধারণসহ মিছিলে আগত লোকদের দেহ তল্লাশীর ব্যবস্থা রাখা হবে। অপর সিদ্ধান্তগুলো হলো, তাজিয়া মিছিলে অংশগ্রহনকারী (পাইক) নামে দলভূক্ত মিছিলকারীদের রড়, ছোরা, বাঁশের লাঠি, বর্শা এবং চাবুক/ চাকু’র ব্যবহার নিয়ন্ত্রণ করা, পরস্পর বিরোধী গ্রুপগুলোর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে আয়োজক কমিটি কর্তৃক বিশেষ দৃষ্টি রাখা, মিছিলে অংশগ্রহনের উদ্দেশ্যে জমায়েতস্থলে আয়োজক কমিটি কর্তৃক পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, আয়োজক কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দ্বারা অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের ব্যাগ, ছাতা, প্যাকেট ও বক্সসহ প্রবেশ নিষিদ্ধ করা, বিশেষ ক্ষেত্রে তল্লাশীর ব্যবস্থা করা, কোন সন্দেহজনক বস্তু বা পরিত্যাক্ত ব্যাগ/ থলে ইত্যাদি মিছিলের আশে পাশে পাওয়া গেলে সাথে-সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা, আতশবাজি/পটকা ইত্যাদির ব্যবহার বন্ধ করা, জরুরী পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা। এসব সিদ্ধান্ত ও নির্দেশনা পালনে সকলের প্রতি আহবান জানিয়ে সভা শেষ করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।