অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর ১৭ দিন পর সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। একইসঙ্গে সাকিবকে রাগের বিষয়ে খোঁচাও মেরেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১৪ রান ও ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব। শেষ ম্যাচে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সাকিব।
সেদিনের ১৭ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি টুইট করেছেন, ‘হাই সাকিব আল হাসান। অস্ট্রেলিয়াকে হারানো এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়ায় অভিনন্দন। সবসময়ই দারুণ মুহূর্ত এটি। আশা করি এখন আর তুমি রেগে নেই।’
ডু প্লেসির এ টুইটের জবাব দিতে অবশ্য ১৭ দিন দেরি করেননি সাকিব। সাথেসাথেই জবাব দিয়েছেন তিনি।
ফিরতি টুইটে সাকিব লিখেছেন, ‘ধন্যবাদ ফাফ। আমি এখন অনেক ঠাণ্ডা আছি, মাঠ এবং মাঠের বাইরে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সেটা (সিরিজ জয়) সত্যিই অনেক বড় একটা মুহূর্ত ছিল।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com