জহিরুল ইসলাম: নিজের শিশু বিবাহ বন্ধে অবদান রাখায় আমতলী আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আশামনি -কে অভিনন্দন ও শিশু বিবাহ বন্ধে তাৎক্ষনিক সাড়াদান করায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন- কে শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন ভলান্টিয়ার পর পটুয়াখালী নেটওয়ার্ক সংগঠন, এদের সার্বিক সহযোগিতা করেছেন ডি ডাব্লিউ এফ গ্রুপ।
এছাড়াও আাশামনি কে স্কুল ব্যাগ, খাতা ও কলম এবং স্কুল ড্রেস বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। আজ সোমবার বিকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে তার হাতে সম্মাননা তুলে দেন ভলান্টিয়ার ফর পটুয়াখালী প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, মোঃ হাসিবুর রহমান ও আরিফ হাসিবসহ একটি টিম। এসময়ে এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো জাকির হোসেন এবং পিভিএ এডমিন মহসিন মাতুব্বর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেনের নিকট উপস্থিত হয়ে নিজের বাল্য বিয়ে বন্ধে আবেদন ও ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি।
উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের মজনু গাজীর মেয়ে আশামনি (১৩)। সে দক্ষিণ রাওঘা নুর-আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের মজনু গাজী তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আশা।
মনিকে বরিশালের লিটন (৩০) নামে এক ব্যবসায়ীর সাথে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিয়ের দিন ক্ষন ঠিক করেন। আর এ কাজে তাকে সহযোগিতা করেন মজনু গাজীর বড় মেয়ের জামাই বাদল খান, ভগ্নিপতি বাবুল মৃধা ও মামাত ভাই জসিম সর্দার।
তারা বিয়ের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বরিশালে যান এবং সকল আয়োজন চুরান্ত করেন। গোপনে আশামনি এ সংবাদ জানতে পেরে তার চাচাত ভাই মাহবুবুর রহমান নিপুর সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত হন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর কার্যালয়ে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জোর করে তাকে বিয়ে দেওয়ার চুরান্ত আয়োজনের সকল কথা খুলে বলেন তাকে। ইউএনও তাৎক্ষনিক এ বিয়ে বন্ধের উদ্যোগ নেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com