আল নাহিয়ান খান জয়ের অর্জনে খুশি বন্ধুমহল ও বরিশালবাসী

লেখক:
প্রকাশ: ৫ years ago
আল নাহিয়ান খান জয়

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য দায়িত্ব পালন করবেন।

ছাত্রলীগের সভাপতির পদ থেকে মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে তাদের ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব দেয়া হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত দলটির সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি হিসেবে আল নাহিয়ান খান জয় ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য দায়িত্ব পালন করতেন।

 
বরিশাল জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকলের কাছে তিনি এখন বরিশালের চাঁদমুখ হিসেবে পরিচিত। বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ আল-নাহিয়ান খান জয় জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আল নাহিয়ান খান জয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালবাসী ও তার বন্ধু মহল।
জয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তার বন্ধু, ছোট ভাই, সাধারন মানুষ শুভেচ্ছা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়।
জয় সম্পর্কে তার বন্ধু তমাল বলেন, মেধাবী, হাসোজ্জল এবং ক্লিন ইমেজের জন্য জয়ের সুখ্যাতি আছে। তার এ অর্জনে আমরা আনন্দিত। আশা করি জয় তার কাজের মাধ্যমে ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রাখবে। তার জন্য শুভ কামনা।