আল-আকসা মসজিদবিহীন পোস্টার নিয়ে সমালোচনার মুখে ইসরাইলে মার্কিন দূত

লেখক:
প্রকাশ: ৭ years ago

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদবিহীন একটি পোস্টার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান। তেল আবিবের কাছেই অবস্থিত ইসরাইলি শহরে ডেভিড ফ্রিডম্যানের সফরে তার হাতে ছবিটি তুলে দেন আচিয়ার এক কর্মকর্তা।
এই এনজিওটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। তবে সমালোচনার মুখে ওই ছবির জন্য ক্ষমা চেয়েছে আচিয়া। সমালোচকরা মনে করছেন, এর মাধ্যমে জেরুজালেমে আল-আকসা মসজিদকে গুড়িয়ে দেয়ার ইসরাইলি পরিকল্পনা সামনে আসলো।
তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত ছবিটি সম্পর্কে আগে কিছু জানতেন না। তিনি হতাশ হয়েছেন যে কেউ তার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন কাজ করতে পারেন। আল-জাজিরা।