বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডভোকে মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আওয়ামীলীগ চোখেন পানি ফেলে গনতন্ত্রের কথা বলে। আর রাতের আধারে জনগনের ভোট ডাকাতী করে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে পদোদলিত করে ছেড়ে দিয়েছে। আর যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে জেলে যেতে হচ্ছে। দেশে কোন চেইন অব কমান্ড নেই। সে কারনেই প্রধানমন্ত্রী কিছু না বলা পর্যন্ত কিছুই হয় না।
জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (০২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মজিবর রহমান সরোয়ার এ কথা বলেছেন।
উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খান, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,
হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আঃ গফফার তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, হিজলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. মনির দেওয়ান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আফজাল হোসেন, মুলাদী পৌর বিএনপি সভাপতি আঃ রব খান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, হিজলা যুবদল আহবায়ক গাউস ছালাম রিমন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মাহফুজুর রহমান মিঠু প্রমুখ।
উত্তর জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট নুরুল আলম রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার আরো বলেন, ‘আওয়ামীলীগ বলে সেদিন নাকি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে! বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামীলীগ নেতারা! বর্তমান সময়ে দেশের কোন বিচারক আইনের বিচার করতে পারে না। যদি কেহ সঠিক বিচার করে তাহলে তাকে রাতের আধারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
তিনি বলেন, স্বাধীনতার পর দেশে গনতন্ত্র আর শাষন ব্যবস্থা না থাকার কারনেই জাসদ গন বাহিনী সৃষ্টি হয়। সে কারনেই ১৫ই আগস্টের জন্ম হয়েছিল। আজ দেশের মানুষের জানতে হবে এদেশে ১৫ই আগস্ট আর ৭ই নভেম্বর এক নয়। ১৫ই আগস্টের পর দেশে যে রাজনৈতিক শুণ্যতা সৃষ্টি হয়েছিল সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দুঃসময়ে এসে বহুদলীয় গনতন্ত্র ফিরিয়ে এনেছিল।
এদিকে আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com