http://bangla.earthtimes24.com
প্রতিনিধি আবশ্যক
#

আর্থ টাইমস্ ২৪ ডটকম অনলাইন পত্রিকায় প্রতিনিধি আবশ্যক প্রতি মুহুর্তের খবর মুহুর্তেই কোটি পাঠকের মাঝে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে “জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আর্থ টাইমস্ ২৪ ডটকম (bangla.earthtimes24.com)” এর একঝাঁক তরুণ। আপনাদের ভালোবাসায় অল্প দিনের ব্যবধানে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেশ ও বিদেশের সংবাদ স্বল্প সময়ের মধ্যে পাঠকের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে দেশ ও বিদেশে বসবাসরত প্রবাসীদেরকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আর্থ টাইমস্ ২৪ ডটকম (bangla.earthtimes24.com)পত্রিকায় দেশের সকল জেলা-সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক- উপজেলা -বিশ্ববিদ্যালয় ও কলেজ-দেশের বাহিরে প্রবাসীদেরকে সাংবাদিক/ সংবাদদাতা/প্রতিনিধি হিসেবে নিয়োগ চলছে।

দেশে ও বিদেশের মাটিতে অবস্থানরত লেখালেখিতে আগ্রহী/ যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। যে কোনো বাংলাদেশী/ প্রবাসী নাগরিক আবেদন করতে পারবেন। সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের আগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন। আগ্রহী সংবাদ প্রতিনিধিদের সিভি ই-মেইল (earthtimes24@gmail.com) মাধ্যমে আমাদের কাছে জমা দিতে হবে।

আপনার সিভি জমা দেওয়ার পর সিভি পর্যালোচনা করে ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে “আর্থ টাইমস্ ২৪ ডটকম (bangla.earthtimes24.com)” কর্তৃপক্ষ নিশ্চিত করে যোগাযোগ করবে।


নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ

১। আপনার সিভি ই-মেইল এর মাধ্যমে আমাদের কাছে (earthtimes24@gmail.com) মাধ্যমে জমা দিতে হবে।
২। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সংযোজন করতে হবে।
৩। মোবাইল নম্বর দিতে হবে।
৪। অভিজ্ঞ সাংবাদিকদের পাশাপাশি তরুণ মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে।


সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ

► কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
► প্রেরিত সংবাদের সাথে সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
► সময়ের সংবাদ সময়ের মধ্যেই প্রেরণ করতে হবে।
► সম্পর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে/ কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে/ইউনিকোডে সংবাদ প্রেরণ করতে হবে।

► বিশেষ বিশেষ ক্ষেত্রে ফেসবুক পেইজে পাঠানো যাবে। সেক্ষেত্রে প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে।
► প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
► কোন সংবাদ প্রেরণে দেরী করা যাবে না। রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ

উপজেলা প্রতিনিধি : HSC পাস (পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
জেলা প্রতিনিধি: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত/ পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।(পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
ওয়ার্ড ভিত্তিক : SSC পাস (পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
বিশ্ববিদ্যালয় ও কলেজ: SSC/ HSC পাস (পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য).
প্রবাসী: SSC/ HSC পাস (পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য).

আগ্রহীরা নিম্নোক্ত ই-মেইলে জীবন বৃত্তান্তসহ পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করে পাঠান আগামী ৩১ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখের মধ্যে।


নির্বাচিত হবার পর শর্তাবলী:

১) নূন্যতম ১৫ বছর বয়স
২) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়তি কপি
৩) জাতীয় পরচিয় পত্রের সত্যায়তি কপি ও চেরাম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বরে সনদ পত্র।
৪) সদ্যতোলা পাসর্পোট সাইজের দুই কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি রঙ্গীন ছবি৷
৫) সংবাদ পত্র ও নিউজ পোর্টালে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে তার ফটোকপি।
সৎ, উদ্যমী, পরশ্রিমী ও সংবাদ মাধ্যমে ক্যারিয়ার গঠনে চ্যালেঞ্জ গ্রহনে আগ্রহী প্রার্থীগণ আজই যোগাযোগ করুন এবং নিম্ন ঠিকানায় (earthtimes24@gmail.com) বায়োডাটা ইমইেল করার জন্য বলা হলো।


ইমেইলঃ earthtimes24@gmail.com

           editor@earthtimes24.com

Website: http://bangla.earthtimes24.com

Facebook: https://www.facebook.com/Earthtimes24/

Facebook Group: https://www.facebook.com/groups/Earthtimes24/

Twitter: https://twitter.com/earthtimes24

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন