বছর চারের ধরে দারুণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে আর্জেন্টিনা। কিন্তু সামগ্রিকভাবে দল মোটেও উজ্জীবিত নয়। বরং হতাশ। আর তার কারণ ব্রাজিল বিশ্বকাপে মেসিদের ফাইনাল হারা এবং দুটি কোপা আমেরিকার ফাইনালে ট্রফি না পাওয়া। আর্জেন্টিনাকে এই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন দেশটির ডিফেন্সিভ মিডফিল্ডার মাচেরানো।
বুয়েন্স আয়ার্সে সাংবাদিকদের মাচেরানো বলেন, 'এখনো ফাইনাল নিয়ে পড়ে থাকা ভুল হবে।' এছাড়া আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচই তাদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন তিনি। তবে আর্জেন্টিনা দলে অনেক দুশ্চিনা আছে। বিশেষ করে রোমেরোও ইনজুরিতে ছিটকে যাওয়া। আগুয়েরো এবং বিগলিয়ার ইনজুরিও দুশ্চিন্তার।
তবে আর্জেন্টিনার ভরসা মেসি। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির হ্যাটট্রিকে রাশিয়ার টিকিট নিশ্চত করে আর্জেন্টিনা। দলের সাফল্যে তার অবদার অনেক। মাচেরানো তাই এখুনি ফাইনাল মাথাই নিয়ে এগুনোর পক্ষে না। তিনি বলেন, 'আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবো এমন চিন্তা করতে পারি না।'
গ্রুপ পর্ব নিয়ে ভাবার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ভালোভাবে গ্রুপ পর্ব পার হওয়া সবচেয়ে বেশি দরকার। কারণ আমাদের কিছু খারাপ অভিজ্ঞতা আছে। বিশ্বকাপের শুরুটা ভালো হওয়া অপরিহার্য। কাল্পনিক ফাইনালের কথা চিন্তা করা পাগলামী হবে। বরং আমাদের ধাপে ধাপে এগুনোর চিন্তা করতে হবে।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com