ইসরায়েল আরেকবার হামলা চালালে ইরান তাৎক্ষণিক এবং ‘সর্বোচ্চ স্তরের’ প্রতিক্রিয়া জানাবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হুমকি দিয়েছেন।
এনবিসি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে, আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের।
গত সপ্তাহে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে শুক্রবার ভোরে ইরানে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেশটির মধ্যাঞ্চলের নগরী ইস্ফাহানের বিমানঘাঁটির কাছে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানানো হয়েছে। ধারণা করা হচ্ছিল, ইরান হয়তো আবারও ইসরায়েলের মাটিতে হামলা চালাবে। তবে ইরান জানিয়েছে, কোনো বিদেশি রাষ্ট্র ইরানে হামলা চালাতে সক্ষম হয়নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com