মাথায় বল নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ড গড়েছেন আবদুল হালিম। তিনি এ বছর জুনে পল্টনের রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে ১৩.৭৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন এক ঘণ্টা ১৯ মিনিটে।
আবদুল হালিম জানিয়েছেন, ‘গিনেস বুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাকে মেইলে জানিয়েছে রেকর্ড হিসেবে এটা অন্তর্ভূক্ত করেছে তারা।’
এর আগে আবদুল হালিম দুটি রেকর্ড করেছিল ২০১১ ও ২০১৬ সালে। ওই দুই রেকর্ড করেও তিনি স্থান করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। তার প্রথম রেকর্ড ছিল বল মাথায় নিয়ে বেশি পথ হাঁটার (১৫.২ কিলোমিটার) এবং দ্বিতীয় রেকর্ড ছিল স্কেটিং করে বল মাথায় নিয়ে দ্রুত সময়ে ১০০ মিটার অতিক্রমের।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com