আরাম করে কাজ করার সুযোগ নেই : মোস্তাফা জব্বার

:
: ৭ years ago

যে দায়িত্ব নিয়েছি তাঁর মেয়াদ মাত্র এক বছর। ফলে খুব হেলে দুলে আরাম করে কাজ করার সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন অনেক হয়েছে। এর মধ্যে বেসিক কিছুর পরিবর্তন করতে হবে। তা হলেই অনেক কাজ হয়ে যাবে।

বুধবার বিকেলে বেসিসের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব পাবে তা হলো ইন্টারনেট। জনগণের যেভাবে ইন্টারনেট সুবিধা পাওয়ার কথা ছিল সেভাবে পাচ্ছে না। এই বিষয়টি নিয়েই প্রথমে কাজ করবো।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেয়ার পরে প্রথম বৈঠকটি করবো বিটিআরসি সাথে। তাঁদের কি সমস্যা কেন তারা ইন্টারনেটের দাম নির্ধারণ করতে পারছে না। সেই সমস্যা চিহ্নিত করবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এভাবেই এগিয়ে যাবে আমার ১০০ দিন।

সংবাদ সম্মেলনে বেসিসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।