আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

:
: ২ years ago

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে মোহাম্মদ হাসান আসাফ নামের ৩৪ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের সেনারা হাসান আসাফকে বুকে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর বাহিনীটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা জানিয়েছিল যে, নাবলুস শহরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানো হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ইমারজেন্সি অ্যান্ড অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টের প্রধান আহমাদ জিবরিল জানিয়েছেন, নাবলুস শহরের পাশাপাশি আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে ইহুদিবাদী সেনারা। তাতে অন্তত ১৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহমাদ জিবরিল জানান, আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন ও একজনকে গাড়ি চাপা দেওয়া হয়েছে।

নাবলুস শহরের ইউসুফ মিনারের কাছে সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা ব্যাপকমাত্রায় টিয়ারগ্যাস ছুঁড়লে তাতে অন্তত আট ফিলিস্তিনি আহত হন। এছাড়া, বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে দখলদার সেনারা।