কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভাঙার পর বেশ কিছু দিন সিঙ্গেল জীবনযাপন করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পার্টনার বিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ষাট বছরের আমির খান। কয়েক মাস আগে প্রেমিকা গৌরি স্প্রাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হইচই ফেলে দেন ‘দঙ্গল’ তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন আমির খান। এ আলাপচারিতায় ‘পিকে’ তারকা জানান, গৌরির সঙ্গে লিভ-ইন করছেন; হৃদয় থেকে গৌরির সঙ্গে বিবাহিত তিনি।
আমির খান বলেন, “গৌরি এবং আমি সত্যি পরস্পরের প্রতি সিরিয়াস। আমরা ভীষণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি জানেন, আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি।”
আপনি কী গৌরিকে বিয়ে করার পরিকল্পনা করেছেন? জবাবে আমির খান বলেন, “বিয়ে বিষয়টা কিছু একটা। আমি বলতে চাচ্ছি, আমি হৃদয় থেকে তার সঙ্গে বিবাহিত। সুতরাং, আমরা এটিকে আনুষ্ঠানিকভাবে বিয়েতে রূপ দেব কি না, তা আমিই সিদ্ধান্ত নেব, যখন আমরা এগিয়ে যাব।”
এর আগে গৌরিকে বিয়ের বিষয়ে আমির খান বলেছিলেন, “আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুইবার বিয়ে করেছি। ষাট বছর বয়সে বিয়ে করাটা ঠিক হবে না। তারপরও দেখা যাক।”
আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছর ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছর আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। আর ২ বছর ধরেই প্রেম করছেন এই যুগল।
বেঙ্গালুরুর মেয়ে গৌরি বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।