লিখেছেন- এস.এম পলাস :বিশ্বজোরা নাম আমার
দেশজোরা রয়েছে বদনাম।
আমি সাংবাদিক
আমি শ্রেষ্ঠ চাদাবাজ
আমি শ্রেষ্ঠ দালাল
আমি বড় মাস্তান।
আমি প্রতিদিন টাকা কামাই লাখ-লাখ
সংবাদ প্রকাশ করলেও টাকা
না করলেও টাকা
শুধু টাকা টাকা আর টাকা।
অথচ আমার মাথা গোজার ঠাই নেই
দুবেলা খাবারের নিশ্চায়তা নেই
আমার সন্তানের চিকিৎসা হয় অন্যের সহযোগীতায়।
আমি সাংবাদিক…! শালা টাকা ছাড়া কিছুই বুঝিনা।
আমি সাংবাদিক, সংবাদ প্রকাশ করলে বলে, মাল পায়নায়, আর সংবাদ প্রকাশ না করলে বলে, মোটা অংকের মাল খাইছে।
আমি সাংবাদিক আমার রাত নেই ঘুম নেই উৎসব নেই আমি প্রতিনিয়ত ছুটে চলি, কোন প্রকার অর্থনৈতিক নিরাপত্তা ছাড়াই।
ঝাপিয়ে পড়ি সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে।
আমি আমার পরিবার শংকায় থাকে আমাকে নিয়ে।
আমাকে প্রতিদিন চাপ সহ্য করতে হয়, জীবনের ঝুকি, খুন, গুম, হামলা, মামলা মোকাবেলা করে জাতীর সামনে তুলে আনি আসল সত্য, উন্মুক্ত করি ভন্ডের মুখোশ।
অথচ আমাকে দেখলে তিরস্কার করে
” সাঙ্গাতিক” বলে।
আমি সাংবাদিক একমাত্র প্রাণী যে নীজের খেয়ে মানুষের কথা বলে, স্বেচ্ছায় মাইনেহীন জীবনের ঘানী টানে। আমাকে প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়না, রাষ্ট্র নিরাপত্ত দেয়না,। আমি রাষ্ট্রের স্তম্ভ অথচ মৌলিক অধীকার বঞ্চিত।