যুক্তরাষ্ট্র অর্থনীতি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় বেসরকারি জুটমিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, ‘রাজনীতি যার যার, অর্থনীতি সবার। অর্থনীতি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। অর্থনীতি ঠিক থাকলে আমরা ঠিক থাকব। আমাদের সাপ্লাই চেইন যদি ঠিক থাকে, তাহলে ভালো থাকব। আমাদের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের তো আর থাকার জায়গা নেই। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষ ব্যবসাবান্ধন। আমাদের সরকারও ব্যবসাবান্ধব। আমি মনে করি না, যে আমাদের উপর কোনো স্যাংশন আসবে।’
মাহবুবুল আলম আরও বলেন, ‘আমি আশা করি, একটি সুষ্ঠু, অংশগ্রহণমুলক নির্বাচন যেন হয়। সবাই যখন ভোট দিতে আসতে পারবে, তখন সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’
দেশের বন্ধ হওয়া সরকারি পাটকল নিয়ে মাহবুবুল আলম বলেন, ‘অলরেডি সব প্রাইভেট সেন্টারকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। সেহেতু জুটমিল প্রাইভেট সেক্টরের হাতে এলে দেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা মনে করি, যে সমস্ত বন্ধ জুটমিল আছে, সেগুলো প্রাইভেট সেক্টর করবেন। এতে জুট এগিয়ে যাবে। শুধু জুট না, জুটের তৈরি সকল পণ্য বিদেশে রপ্তানি হবে।’
এর আগে সকাল সাড়ে ১১টায় মাহবুবুল আলম হেলিকপ্টারে করে শৈলকুপার হড়রা গ্রামে আসেন। পরে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে শিল্পপতি আসলাম সেরনিয়াবাত, বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বসুমতি জুটমিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com