বলিউড অভিনেতা আমির খানের ‘পানি ফাউন্ডেশন’ এক লাখ স্বেচ্ছাসবী নিয়ে যাচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামে। এ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার। শোনা যাচ্ছে,আমিরের সঙ্গে এই দলে যোগ দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। মহারাষ্ট্র দিবস উপলক্ষে আমিরের ফাউন্ডেশন রাজ্যের বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছে।
এসব অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো, খরা প্রবণ এলাকায় পানি সংরক্ষণের ব্যাপারে জনগণকে উৎসাহিত করা। এ ব্যাপারে আমির খানের ফাউন্ডেশনকে সহযোগিতা করছে এক লাখ কলেজ শিক্ষার্থী।
রাজ্যের বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করতে আমির এমন একজন তরুণ আইকনকে খুঁজছিলেন। শেষ পর্যন্ত এর জন্য আলিয়াকেই বেছে নেন আমির। আলিয়াও অবশ্য খুশি এই কর্মসূচিতে অংশ নিতে পেরে। এজন্য তিনি ‘কলঙ্ক’ সিনেমার শুটিং থেকে বিরতিও নিয়েছেন।
মহারাষ্ট্রের ৭৫টি তালুক এবং ২৪টি জেলায় পানি সংরক্ষণ নিয়ে আমিরের ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সূত্র: ডিকেন ক্রনিক্যাল