বলিউডের ‘অন অ্যান্ড অনলি’ মিস্টার পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। বর্তমানে এই তারকা বেশ ব্যস্ত সময় পার করছেন তার পরবর্তী ছবি ‘থাগ অব হিন্দুস্তান’ নিয়ে। তবে এ ছবিতে নায়িকাদের নিয়ে বৈষম্য করায় আমিরের ওপর বেশ বিরক্ত হয়েছেন বলিউডের গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি একটি ইন্ডিয়ান ওয়েব পোর্টালে দেয়া সাক্ষাৎকারে ছবিটির চিত্রনাট্যের কিছু দিক প্রকাশ করেন আমির। সেখানেই আমির খান জানান, ছবিটিতে দুটি নারী চরিত্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে ফাতিমা সানা শেখ। বলে রাখা ভালো, এই ফাতিমা আমির খানের ‘দঙ্গল’ ছবিতে বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
এ সময় আমির খান নাকি ওই সাক্ষাৎকারে ক্যাটরিনার চরিত্রটি এড়িয়ে যান। এটি বুঝতে পেরে আমিরের ওপর বেশ বিরক্ত হন ক্যাটরিনা। এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন ক্যাটরিনার ভক্তরাও। ছবিতে যেখানে শুধু একজন গ্ল্যামার ডল ক্যাট, সেখানে ফতিমা তার অভিনয়ের সৌজন্যে ছবির মূল্য চরিত্রে।
আঠার শতকের ঠগদের জীবন কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘থাগ অব হিন্দুস্তান’। ছবিটিতে প্রথমবারের মতো একত্রে দেখা যাবে আমির খান ও অমিতাভ বচ্চনকে। ২০১৮ সালের শেষের দিকে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।