সংযুক্ত আরব আমিরাত উপকূলে সেই তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের দুই নাবিক নিহত হয়েছেন। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখনও নিখোঁজ ১০ জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আরব আমিরাতের শারজাহ উপকূল থেকে ২১ মাইল দূরে পানামার পতাকাবাহী ট্যাঙ্কারটিতে ওই অগ্নিকাণ্ড ঘটে। আমিরাতের উদ্ধারকারী একটি জাহাজ সংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সেই অগ্নিকাণ্ডে দুই ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১০ জন নিখোঁজ রয়েছেন। ট্যাঙ্কারটিতে ১২ জন ক্রুসহ বিভিন্ন দেশের ৫৫ জন লোক ছিলেন। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুই ভারতীয় নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে ওই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। দুর্ঘটনার সময় ওই ট্যাঙ্কারে তেল ছিল না বলে জানানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com