আমিরকে আইডল মানা রানা যেতে চান অনেক দূর

লেখক:
প্রকাশ: ২ years ago

ফরচুন বরিশালের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা। আজ চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েই দলকে ফিরিয়েছেন জয়ের কক্ষে, নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। খুলনা টাইগার্সকে ১৭ রানে হারানোর ম্যাচে ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন রানা। এর মধ্যে নিজের তৃতীয় ও ইনিংসের ১৯তম ওভারেই নিয়েছেন ৩ উইকেট।

চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আগে থেকেই পয়মন্ত ভেন্যু রানার জন্য। বিপিএলের এর আগের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এই মাঠে চার ম্যাচ খেলেছিলেন তিনি। যেখানে দুইটিতেই জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এর মধ্যে এক ম্যাচ নেন ক্যারিয়ারসেরা ২৩ রানে ৪ উইকেট।

আজ নতুন আসরে প্রথমবার নেমে আবারও জিতলেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার অনুভূতি বলতে, এই মাঠে আরও অনেকগুলো ম‍্যাচ খেলেছি। বিপিএলে চারটা ম‍্যাচ খেলেছি, দুইটায় ম‍্যান অব দ্য ম‍্যাচ হয়েছি। আজকে খেললাম, আজকেও হয়েছি। সবমিলিয়ে, এই মাঠে আমার সব কিছু ভালো হচ্ছে।’

চট্টগ্রামের হয়ে খেলা বিপিএলের সবশেষ আসরে ১০ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছিলেন রানা, ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এবারও সর্বোচ্চ উইকেটের তালিকায় নিজের নাম রাখতে চান তিনি। রানা জানিয়েছেন, পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে আইডল মানেন তিনি।

রানার ভাষ্য, ‘নিজেকে নিয়ে যেতে চাই তো অনেক দূর। তবে আমি আইডল মানি মোহাম্মদ আমিরকে। লক্ষ‍্য তো একটাই থাকে, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়া। প্রতিটি টুর্নামেন্টে আমার এই লক্ষ‍্য থাকে। এই টুর্নামেন্ট বাকি যে ম‍্যাচগুলো আছে, যদি ম‍্যাচ বাই ম‍্যাচ চিন্তা করি তাহলে সর্বোচ্চ উইকেট নিতেও পারি ইনশাআল্লাহ।’

এসময় দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে রানা বলেন, ‘সাকিব ভাই একজন মিশুক মানুষ। উনি সুন্দর করে এসে বলেন যে, বল কর। উনি তো জানেন, কী করার আছে, আমার কী করণীয়। সেটা তো আমারই করতে হবে। উনি স্রেফ বলেন, এটা কর, ওটা কর। আমি ওই পরিকল্পনাতেই বোলিং করেছি, সফল হয়েছি।’