আমার একটা পাগলি আছে
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।
-------------------------
আমার একটা পাগলি আছে
তেপান্তরের দেশে,
জনম জনম কাটিয়ে দিবো
তাকেই ভালোবেসে।।
পাগলি আমার যখন তখন
মিষ্টি করে হাসে,
মনটা আমার যায় যে উড়ে
তেপান্তরের দেশে।।
রাগলে আমি পাগলি আমার
দুঃখে কাদো মুখ,
লাল হয়ে যায় ভীষণ রকম
কাঁপে আমার বুক।।
অভিমানের ঝরনাধারা
আমার পাগলির চোখ,
রাগলে কাঁপে ধড়ফড়িয়ে
তাহার বাঁকা ঠোট।।
তেপান্তরের অভিমানী
আমার চাহাত পাখি,
দাওনা আমায় তোমরা বলে
কোথায় তারে রাখি?
লাজুক লাজুক পাগলি আমার
লজ্জাবতীর পাতা,
তাহার সাথে আমার জীবন
বিনি সুতোয় গাথা।।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com