আমাদের দেশের জনসংখ্যা সমস্যা নয় এটা সম্ভাবনা। যদি আমাদের দেশের যুবক শ্রেণিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায় তবেই এর সুফল আমরা পার। বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা প্রশাসক বরিশাল। আজ ১১ জুলাই সকাল ১০ টায়। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে, ইউএনএফপিএ এর সহযোগিতার। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর বাকেরগঞ্জ, মোঃ সিদ্দিক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মুহাম্মদ শোয়েব ফারুক, হোসাইন আহমেদ, জেলা ক্রীয়া অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এবং বিভিন্ন স্থান থেকে আগত যুব উন্নয়নের যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে আলোচনা করেন।