আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মেহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দীদার লাভ করতে হলে মুমীন মুসলমান হিসেবে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। হালাল খেতে হবে ও হারাম বর্জন করতে হবে।
নেক আমল ও বিশুদ্ব আক্বীদা পোষন ছাড়া খাটি মুমিন হওয়া হওয়া যায় না। এগুলো ব্যতিত আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার দীদার এবং জান্নাতের অধিকারী হওয়া যাবেনা। কেননা আমলহীন জিন্দেগী আল্লাহর কাছে মূল্যহীন। পীর ছাহেব কেবলা আরও বলেন- এ দরবার আমলের দরবার।
বিশুদ্ধ আক্বীদা পোষণের মাধ্যমে আল্লাহ ওয়ালা তৈরীর দরবার। আশেকে রাসূলের দরবার। এ দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শ্হ্সূফী নেছারুদ্দিন আহমদ (রহঃ) ছিলেন সুন্নাতের অনুসারী খাঁটি আশেকে রাসূল ছিলেন। তিনি এ দরবারের সকল মুরীদানদের বেশি বেশি সুন্নাতের পাবন্দ হওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি এ দরবারের নামও রেখেছেন দারুচ্ছুন্নাত তথা সুন্নাতের ঘর। পাশাপাশি প্রিয় নবী (সঃ) এর আশেক হওয়ার, সীরাত-সূরত ও লেবাস-পোষাক কেমন হবে তা শিক্ষা দিয়েছেন। সুন্নাতি নমুনার জন্য বেশি বেশি দরূদ শরীফ ও সালাম পাঠ করা অপরিহার্য। শুধু মুখে নয়, কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমি খাঁটি আশেকে রাসূল।
এজন্য ছারছীনা দরবার শরীফের মুরীদানদের জন্য প্রতিদিন এশার নামাজ বাদ একশত বার ও ফজর নামাজ বাদ একশত বার দরূদ শরীফ পাঠের নির্দেশনা রয়েছে। গতকাল ছারছীনা দরবার শরীফেরে ১২৯ তম বার্ষিক তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের প্রথম দিন হযরত পীর ছাহেব কেবলা পীরভাই, মুহিব্বিনদের সহ আগত মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- মাওঃ মোঃ মামুনুল হক, মাওঃ আ.জ.ম. অহিদুল আলম, মুফতী মাওঃ হায়দার হুসাইন, মাওঃ আ.জ.ম. ওবায়দুল্লাহ প্রমূখ। আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জোহর আখেরী মুনাজাত। ইতোমধ্যে মাহফিল ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়েগেছে।
ময়দানে তিল ধারণের ঠাই নেই। লক্ষ লক্ষ ভক্ত-মুরিদানদের জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম এর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এবারের মাহফিলে স্মরণ কালের সবচেয়ে বেশি লোকের সমাগম হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com