আমরা সৎভাবে স্বাধীন ভাবে জনগনের সেবা করতে চাই-উপ-পুলিশ কমিশনার মোকতার

:
: ৪ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেছেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি টেকসই হওয়া।

 

সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করে দেশের আইন শৃংখলাকে টেকসই ও মজবুত করতে হবে। আমাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে। আমরা সৎভাবে স্বাধীন ভাবে জনগনের সেবা করতে চাই।

 

আমরা সম্মানের সাথে থাকতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশ জনগনের বন্ধু। সমাজে শান্তি শৃংখলা বজায় রাখতে হলে জনগনের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না।

 

আজ সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে বরিশাল নগরীর ০৬নং ওয়ার্ডের গগনগলি ০৩ নং বিট ও ৯ নং ওয়ার্ডের রসুলপুর ৭নং বিট এবং ১০ নং ওয়ার্ডের ভাটারখাল ৯ নং বিট পুলিশের কার্যালয়ের উদ্ধোধন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল এবং কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (অপারেশন মোঃ মোজাম্মেল হোসেনসহ কোতয়ালী মডেল থানার অফিসারগন।