‘আমরা যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আছে’

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

‘তুমি কি ভেতরের তথ্য চাচ্ছ? এখানে দেখছি শ্রীলঙ্কান কোচও আছে’ -ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কম্বিনেশন নিয়ে এক শ্রীলঙ্কান সংবাদ কর্মীর প্রশ্নে দেখা মেলে রসিক চন্ডিকা হাথুরুসিংহের।

 

রসিকতার পর মুহুর্তেই বাংলাদেশ প্রধান কোচ চলে গেলেন সিরিয়াস মুডে। মেহেদি হাসান মিরাজের ওপেনিং করা লঙ্কান সংবাদকর্মীর প্রশ্নে রেখে দিলেন ধোঁয়াশা। জানিয়েছেন একাদশ কিংবা পজিশন নির্ভর করছে উইকেট ও কন্ডিশনের উপর।

‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। কাল এসে সিদ্ধান্ত হবে। কন্ডিশন, পিচের ওপর নির্ভর করছে। আবহাওয়ার কারণে পিচ বদলে যেতে পারে। গত কিছু দিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি। তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে।’

 

ক্যান্ডিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ ছিল। অভিষিক্ত তানজীদ হাসান তামিম ফেরেন শূন্যরানে। এরপর দুই ম্যাচে মিরাজকে খেলায় টিম ম্যানেজম্যান্ট। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেও পাকিস্তানের বিপক্ষে ফেরেন মাত্র ২ রানে।

আগামীকাল শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। তবে লাহোরে পাকিস্তানের কাছে সুপার ফোরে অসহায় আত্মসমর্পণ করে লাল সবুজের প্রতিনিধিরা।

 

 

ক্যান্ডির পর লাহোর, এখন আবার কলম্বো। এভাবে ভিন্ন কন্ডিশনে স্বাগতিক দেশের সঙ্গে লড়া চ্যালেঞ্জ জানিয়ে হাথুরুসিংহের মন্তব্য, বাংলাদেশ যা করে দেখিয়েছে তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আছে।

‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশন আমাদের অজানা। লাহোরের কন্ডিশন আর এখানকার কন্ডিশনও অনেক ভিন্ন। এটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

 

‘গত ৩ ম্যাচ ধরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি’ -আরও যোগ করেন হাথুরুসিংহে।

মাঠে এসেই নির্বাচক আব্দুর রাজ্জাককে নিয়ে উইকেট দেখতে চলে যান হাথুরুসিংহে। প্রায় মিনিট পনেরোর মতো উইকেট পরখ করেন কোচ। তবুও স্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি। জানিয়েছেন আগামীকাল ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট।

 

‘এই উইকেট আমি অনেক দিন ধরে চিনি। এটা একটু ভিন্নধর্মী উইকেট। সারা রাত কভারে ঢাকা থাকবে। আরও ২৪ ঘণ্টা পর খেলা। কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব।’

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। হারের পর বাদ পড়েন শেখ মেহেদি হাসান। লাহোরে দুই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং শক্তি বাড়াতে তৃতীয় স্পিনার শেখ মেহেদিকে বাদ দেয়। তবে কলম্বোতে একই কম্বিনেশন খেলায় নাকি বাড়তি স্পিনার রাখা হবে তা নিয়ে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত।