‘আমরা ব্যর্থতা ভুলে যেতে চাই’

লেখক:
প্রকাশ: ৬ years ago
মেহেদী হাসান মিরাজ

মিরপুর টেস্টের দুই দিনে পুরোপুরি বোলারদের আধিপত্য বজায় ছিল। দুই দিনে ২৮টি উইকেট তুলে নিয়েছেন বোলাররা। তবে মিরপুরের বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় এখন চালকের আসনে লঙ্কানরা। দ্বিতীয় দিনে এসে ৩১২ রান লিড নিয়েছে হাথুরুর শিষ্যরা। এখনো হাতে রয়েছে ২টি উইকেট। কাল লাকমাল ও রোশান যা যোগ করবেন তাই তাদের জন্য বোনাস।

তবে প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়া বাংলাদেশকে নিয়ে এখনো আশাবাদী তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে, সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার পর ওরা যে রান করুক, সেটা তাড়া করতে হবে। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে। প্রথম ইনিংসের ব্যর্থতা আমরা ভুলে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য ওরা যত রানের লক্ষ্য দেবে সেটা টপকানো।

মিরাজ আরও জানান, লঙ্কানদের মাটিতে ২০০ রান টপকাতে পারলে দেশের মাটিতে এই লিডও তাড়া করা সম্ভব।