আমদানি নিষিদ্ধ, উৎসবে শুধু যৌথ প্রযোজনার ছবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

বিদেশি ছবি আমদানি করে দেশের হলগুলোতে প্রদর্শন করা যাবে না। তবে বিশেষ বিশেষ উৎসবগুলোতে (ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখ) যৌথ প্রযোজনার ছবি দেশে মুক্তি দেওয়া যাবে।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সেলিনা বেগমের এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন চেম্বারজজ আদালতে। আবেদন শুনানির জন্য চেম্বার আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আজ ওই আবেদনটি শুনানি করে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. মনিরুজ্জামান আসাদ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।