আমতলী প্রতিনিধি ॥ আমতলীর পুজাখোলা স্লুইস গেট থেকে রবিবার রাত সাড়ে ৯টার সময় দুলাল হাওলাদার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ৫ শ’ পিচ ইয়াবাসহ আটক করে আমতলী থানা পুলিশ।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। দুলাল আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামের মৃতু ইছাহাক হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে আমতলী থানার ওসি মো: আলাউদ্দিন মিলনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত সাগে ৯টার সময় আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা স্লুইস সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে দুলাল হাওলাদারকে (৪৫) আটক করা হয়।
পরে তার দেহ তল্লাসী করে ৫শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, আটক দুলালের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।
সেমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুপিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো: হুমায়ুন কবির শুনানি শেষে জামিন আবেদন না মজ্ঞুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com