আমতলীতে লকডাউনে থাকা ১১ পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

:
: ৪ years ago

বরগুনার আমতলীতে করোনায় আক্রান্ত বাড়ীসহ ১১ বাড়ীতে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ।

জানাগেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বন্দর প্রাইমারী সড়কের একটি ভাড়া বাসায় করোনায় আক্রান্ত হয়ে ঔষধ কোম্পানী ড্রাগ ইন্টারন্যাশনাল (আমতলী- তালতলীÑ কলপাড়া) এরিয়া ম্যানেজার হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঐ দিন থেকে আক্রান্তের বাড়ীসহ এলাকাটি উপজেলা প্রশাসন লকডাউন করে দিয়েছেন।

শনিবার সকাল ১১টায় প্রথম রমজানকে সামনে রেখে ওই ওয়ার্ডের কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ আক্রান্তের বাড়ীসহ লকডাউন হওয়া ১১টি বাড়ী প্রতি বাড়ীতে বুট, মুড়ি, খেজুর, চিরা, ইসুফগুলের ভুষি, তোকমা ও ট্যাংকসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ বলেন, আমার ওয়ার্ডের ১১টি বাড়ী লকডাউনে থাকায় তারা কেহ বাসার বাহিরে বের হতে পারতেছে না। তাই প্রথম রমজানে তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছি।