‘করোনা মুক্ত নতুন সূর্য উদিত হবে ও কামনায়’ করোনায় কর্মহীন ও আম্পানে ক্ষতিগ্রস্ত আমতলীর ১৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে রবিবার বিকেল সাড়ে ৪টায় আমতলী থানা প্রাঙ্গনে সামাজিক সুরক্ষা বজায় রেখে অসহায়দের হাতে চাল ডাল আলু তেল তুলে দেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার ও ১ কেজি ডাল দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিল,বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম হোসেন, বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, আমতলী –তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার, ওস তদন্ত হেলাল উদ্দিন,
আমতলী প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না প্রমুখ। এসময় আমতলী থানার সকল পুলিশ কর্মকর্ত এবং সসদস্যরা উপস্থিত ছিল।
বরগেুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, করোনায় অনেক দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর সাথে যোগ হয়েছে ঘূর্নিঝড় আম্পান। আমরা বরগুনা পুলিশের পক্ষ থেকে ১শ’ ৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল তেল ও আলু প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, সবাইকে নিয়ে আমরা যেন ভাল থাকতে পারি সে জন্য বরগুনার পুলিশ কাজ করছে।#
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com