আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা চাল আলু তেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তার চাল আলু ও তেল বিতরন করা হয়েছে। সোমবার সকালে সামাজিক সুরক্ষা বজায় রেখে ইউএনও মনিরা পারভীন চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক’শ ৫০ এবং আমতলী সদর ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল সহায়তার মালামাল বিতরন করেছেন।

 

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আমতলী উপজেলায় কয়েক হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। এ কর্মহীন পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ দেয়।

 

সোমবার ইউএনও মনিরা পারভীন চাওড়া ইউনিয়নের এক’শ ৫০ ও আমতলী সদর ইউনিয়নে ৫’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল আলু ও তেল বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, নৌবাহিনীর লেঃ কমান্ডার তানভীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ও আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।

 

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, দুই ইউনিয়নের ছয়’শ ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।