আমতলীতে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে মারধরের শিকার বৃদ্ধ

লেখক:
প্রকাশ: ২ years ago

আমতলীতে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে আজিজুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খেকুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বৃদ্ধ আজিজুর রহমান শুক্রবার বিকালে ছেলে বউ নাসরিন ও তার দুই নাতনিকে আনতে বেয়াই মোস্তফা গাজীর বাড়িতে যায়। বেয়াই বাড়িতে পৌঁছা মাত্রই আজিজুর রহমানকে বেয়াই মোস্তফা গাজী, কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন কিল-ঘুসি মারে।

 

 

তাদের মারধরে আজিজুর রহমান জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শুক্রবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আজিজুর রহমান বলেন, ছেলের বউ ও দুই নাতনিকে আনতে যাওয়ায় আমার বেয়াই মোস্তফা গাজী, পুত্রা কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন আমাকে বেধড়ক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

 

এ বিষয়ে বেয়াই মোস্তফা গাজী বলেন, আমার মেয়েকে রেখে জামাতা অন্য এক মেয়েকে বিয়ে করেছে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।

 

আমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. ইউনুস আলী ফকির বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।