আমতলীতে চার জেলের সাত দিনের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৪ years ago

ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নির্দেশনা উপেক্ষা করে মাছ শিকারের ঘটনায় চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আমতলী ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বৃহস্পতিবার রাতে আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান ওই চার জেলেকে এ দণ্ডের আদেশ দেন।

জানাগেছে, সরকারী নির্দেশনা উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার লোচা গ্রামের রুবেল তালুকদার, সেলিম গাজী, হানিফ হাওলাদার ও দক্ষিণ আমতলী গ্রামের জামাল মৃধা অবৈধ কারেন্ট জাল পায়রা নদীতে ফেলে মাছ শিকার করছিলেন। ওই রাতে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। তারা অভিযানে চালিয়ে ওই চার জেলেকে আটক এবং ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। ওইদিন রাত ১০ টার দিকে চার জেলেকে পুলিশ আমতলী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান চার জেলের প্রত্যেককে সরকারী আইন অমান্য করায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপর দিকে শুক্রবার রাতে মৎস্য বিভাগ পায়রা নদীতে অভিযান চালিয়ে গুলিশাখালী এলাকা থেকে তিন হাজার মিটার চরগড়া জাল জব্দ করে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ১৯ হাজার মিটার জব্দকৃত জাল মৎস্য বিভাগ পুড়িয়ে ফেলেছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, জব্দকৃত ১৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারী আইন অমান্য করায় চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ এবং জব্দকৃত জাল মৎস্য বিভাগকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।