আমতলী প্রতিনিধি ॥
অধিক মূল্যে নিত্যপন্য বিক্রি করার অভিযোগে আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন আমতলী পৌর শহরের চৌরাস্তা বাঁধঘাট ও উপজেলার মহিষকাটা এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন।
জানাগেছে, করোনা ভাইরাসকে পুঁজি করে একটি অসাধু ব্যবসায়ী চক্র অধিক মূল্যে নিত্যপন্য বিক্রি করে আসছিল। এমন অভিযোগে শনিবার আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন পৌর শহরের চৌরাস্তা বাঁধঘাট এলাকার মারুফ স্টোর অভিযান চালিয়ে চার হাজার টাকা এবং উপজেলার মহিষকাটা বাজারে রফিক স্টোরকে তিন হাজার টাকা এবং কবির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বলেন, অধিক মূল্যে নিত্যপন্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com