আবেকে বাঁচাতে সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টা

:
: ২ years ago

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে বাঁচাতে সাড়ে চার ঘণ্টা প্রাণপণ চেষ্টা করেন দেশটির চিকিৎসকরা। কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চিকিৎসকরা প্রথম থেকেই আবের রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চালায়। এ সময় ১০০ ইউনিটের বেশি রক্ত ব্যবহার করে সঞ্চালন ঠিক রাখা হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, আবের শরীরের দুই জায়গায় ক্ষত পাওয়া যায়। ধারণা করা হয়, এগুলো বুলেটের ক্ষত চিহ্ন। তবে অপারেশনের সময় তার শরীরে কোনো বুলেট পাওয়া যায়নি।

শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তিনি।

এর আগে জানানো হয়, দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান ও আহত হন। সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।