বরিশাল জেলার ভিতরে গ্রুত্বপূর্ণ জাতীয় সংসদের আসন হলো বরিশাল-১। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সরগড়ম হয়ে উঠেছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা চায়ের দোকারণ থেকে শুরুকরে গ্রামের ঘরে ঘেরে।
জাতীয় সংসদের বরিশাল-১ আসন গৌরনদী ও আগৈলঝাড়া দুই উপজেলা নিয়ে গঠিত। গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৫ জন এবং আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৩শত ৩৪ জন। এ আসনে মহাজোট আওয়ামীলীগে নৌকার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও ঐক্যফ্রন্ট বিএনপির মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
এ আসনে গৌরনদী উপজেলাতে ধানের শীষের ভোট বেশি আগৈলঝাড়ায় কম। বরিশাল-১আসনে নির্বাচনে ১৪দল মহাজোট থেকে নৌকার প্রার্থী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে ৭ম সংসদ নির্বাচন ১৯৯৬ সনে, নবম সংসদ নির্বাচন ২০০৮ সনে ও দশম সংসদ নির্বাচন ২০১৪ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে তিন বার বিজয়ী হয়েছেন।
তাই ক্ষমতাসীন আওয়ামীলীগসহ ১৪দল এ আসনটি ধরে রাখতে চায়। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপির সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহকে বিপুল ভোটে পরাজিত করে এম জহির উদ্দিন স্বপন ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়ে ছিলেন।
এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে হেরে গিয়ে ছিলেন।
দলিয় একটি সূত্রে জানাগেছে, বিএনপির স্বপন ও সোবাহান দু’জনকে মনোনয়নপত্র জমা দিতে নিরদের্শ দিয়েছে দলিয় মনোনয়ন বোর্ড। এখান থেকে এক জনকে চুরান্ত করবেন। আজ২৮ নভেম্বর উভয় দলের মনোনিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com