 
                                            
                                                                                            
                                        
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আর নেই।
 শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসানা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসানা।
হাসপাতালের যুগ্ম পরিচালক ও আফসানার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আফসানা।
নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার পর প্রথমে তাকে জানানো হয়েছিল আবিদ আহত অবস্থায় চিকিৎসাধীন। পরে তার মৃত্যুর সংবাদ আসে। গত রোববার সকাল থেকে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করলে তাকে উত্তরায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
