সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ফের উত্তেজনা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ সোমবার যতই বেলা বাড়ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাস। এ সময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে ঢাবি ক্যাম্পাস প্রকম্পিত করে তুলছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা পৌনে ১২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল সহকারের টিএসসির হয়ে কার্জন হলের সামনে অবস্থান নেয়। এখানে অন্যান্য দিকে থেকেও ছাত্ররা জড়ো হয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক হয়ে আবারও দোয়েল চত্বর দিকে যান।
মিছিলে অংশ নিয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তবে শিক্ষার্থী পুলিশের অবস্থানের দিকে যাননি। সময় ব্যবধানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।
গতকাল রবিবার শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহবাগে অবস্থান নিলে পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয় এবং পুলিশ আটক করে। এ ঘটনা বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আবারও আজ রাস্তায় নেমে এসেছে।